দোয়া চাই, যত দিন বেঁচে থাকি যাতে সম্মানের সাথে বাঁচতে পারি : প্রধানমন্ত্রী

0
9
দোয়া চাই, যত দিন বেঁচে থাকি যাতে সম্মানের সাথে বাঁচতে পারি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ইং ।। ১৩ই আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১০ই সফর, ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ সব ধরনের বাধা অতিক্রম করার সক্ষমতা রাখে।

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ জন্য আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। করোনাভাইরাস না আসলে আমরা আরো অনেক কাজ করতে পারতাম। তবে যা কিছুই হোক না কেন বাংলাদেশের জনগণ সব প্রতিবন্ধকতা অতিক্রম করার সক্ষমতা রাখে।’

সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিলে উপস্থিত সহকর্মীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ।

বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘‘তিনি দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।’’

বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য তার কাজ করা কঠিন ছিল বলে জানান প্রধানমন্ত্রী।

‘তবে সর্বোপরি, আমি একটি জিনিসই ভেবেছিলাম যে আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে,’ বলেন শেখ হাসিনা।

তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের দোয়া কামনা করেন।

‘আপনাদের দোয়া চাই যাতে আমি যত দিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়,’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন .. ..                 

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

                   আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন