দেশের এক বিশেষ অর্জন উন্নয়নশীল দেশে উত্তরণ: সেনাপ্রধান

0
8
দেশের এক বিশেষ অর্জন উন্নয়নশীল দেশে উত্তরণ: সেনাপ্রধান

প্রকাশিত:বুধবার, ৭ এপ্রিল ২০২১ইং।।২৪শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল)।। ২৪শাবান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের এক বিশেষ অর্জন উন্নয়নশীল দেশে উত্তরণ।
মঙ্গলবার সকালে যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর চারটি ইউনিটের রেজিমেন্টাল কালার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এবং ১০ ও ১১ সিগন্যাল ব্যাটালিয়নের কালার প্যারেডে অংশ নেন। এরপর তিনি ব্যাটালিয়নের কাছে রেজিমেন্টাল পতাকা দেন।
এসময় সেনাপ্রধান বলেন, “অনেক প্রতিকূলতা পেরিয়ে এ অর্জন মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও অবিচল নেতৃত্বের অবদান। সেইসাথে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আমাদেরকে আরো নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
এসময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এরপর রেজিমেন্টাল পতাকা পাওয়া ব্যাটালিয়ন সদস্যদের সাথে ফটোসেশন অংশ নেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন