দেশের এই ক্রান্তিকালে এপেক্স ক্লাব অফ বিক্রমপুরের খাদ্য সামগ্রী বিতরণ

0
37
দেশের এই ক্রান্তিকালে এপেক্স ক্লাব অফ বিক্রমপুরের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : বুধবার,১ এপ্রিল ২০২০ ইং ।। ১৮চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : টংগিবাড়ী থেকে এম জামাল হোসেন মন্ডল  : সোমবার   আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর উদ্যােগে  মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজি হইতে,  ৪০ জন কমভাগ্য মানদের মধ্যে চাউল,ডাল,তৈল, আলু পিয়াজ, মাস্ক,  বিতরণ করাহয়। এবং ক্লিনিকে আসা রুগীদের  স্বাস্থ্যসেবা নিরাপদ করতে ডাঃ ও  স্টাফদের মধ্যে (পিপিই)  পারসোনাল সরবরাহ করা হয়।  যখন বিশ্বব্যাপী আতংকের নাম  করোনাভাইরাস বিশ্বকে ছড়িয়ে যখন বাংলাদেশে উকি দিয়েছে তখন থেকেই আমরা দেশবাসী আতংকিত  ও সংকোচিত, চলছে লকডাউন সে মূহুর্তে এপেক্স ক্লাব অফ বিক্রমপুর এর একটি মহৎ উদ্যােগ, উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ আবু ইউসুফ ফকির, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অফ বিক্রমপুরের সভাপতি মোঃ সাইফুর ইসলাম, ফ্লোর মেম্বার মোফাজ্জল হোসেন, নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখার ক্রিয়া বিষয়ক সম্পাদক  মোঃ হাবিবুর রহমান, নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখার দুর্ঘটনায় ও অনুসন্ধান বিষয় সম্পাদক  জাহাঙ্গীর আলম,  নিসচা টংগিবাড়ী শাখার কার্যকরী সদস্য  নাজমুল হাসান, প্রমূখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন