দেশীয় ই-কমার্সে তৈরি হবে প্রতিযোগিতার মনোভাব

0
14
দেশীয় ই-কমার্সে তৈরি হবে প্রতিযোগিতার মনোভাব

প্রকাশিত : বুধবার, ১জুলাই ২০২০ইং ।। ১৭ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিদেশি যেকোনো ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান এখন থেকে বাংলাদেশে এককভাবেই বিনিয়োগ করতে পারবে। আগে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করার যে শর্ত ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

বিদেশী ই-কমার্স জায়ান্টরা শতভাগ মালিকানা নিয়ে বাংলাদেশে ব্যবসায়ের অধিকার লাভ করলেও তারা যদি স্থানীয়ভাবে ওয়্যার হাউজ তৈরি করে স্থানীয় পণ্য নিয়ে ব্যবসায় করে তবে দেশে ই-কমার্স খাত সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।

গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি। পলিসি হওয়ার সময় আমরা একটি শর্ত দিয়েছিলাম, শতভাগ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে এই বাজারে প্রবেশের সময় তাদের ওয়্যার-হাউস করতে হবে। এটা মানা হয়েছে। এটা শস্তির জায়গা। স্থানীয় পণ্য নিয়ে যদি লোকালি ওয়্যার-হাউস করা যায়, তাহলে সেখানে স্থানীয় কোম্পানিগুলো সুরক্ষিত থাকবে। সেখানে একটি উইন-উইন সিচ্যুয়েশন তৈরি হবে।

বিদেশী বিনিয়োগ নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই নীতিমালা সংশোধন করা হয়েছে জানিয়ে এই পর্রিবর্তন স্থানীয় ই-কমার্স ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, এই নীতিমালা প্রণয়নের সময় আমি যুক্ত ছিলাম। প্রথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম, লোকাল পার্টনারশিপ বাধ্যতামূলক করবো। কিন্তু বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে জাতীয় নীতিমালা আছে, সেখানে কাউকে এই রকম পার্টনার নিয়ে বিনিয়োগ করতে হবে এরকম কোনো বিধান নেই। সেই কারণে আমরা জাতীয় নীতিমালাকে বাইপাস করে যেতে পারি না।

মোস্তাফা জব্বার বলেন, দেশটা তো আমার। বাড়িটা তো আমার। তাই যে যেখান থেকেই আসুক না কেন, আমার সাথেই তো লড়াই করে টিকে থাকতে হবে। নিঃসন্দেহে এর মাধ্যমে আমাদের একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। এবং আমরা পারবো।

এর আগে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ তে বিদেশি ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রি দেশীয় কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া এককভাবে ব্যবসা করতে পারবে না এবং দেশীয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির স্বার্থকে প্রাধান্য দিতে হবে শর্ত আরোপ করা হয়েছিলো।   সংশোধিত ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০২০’-এ এই সুবিধা প্রত্যাহার করে গত সপ্তাহে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন