প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর ২০১৯।। ২১ আশ্বিন,১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: সকল প্রকার অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন জিরো টলারেন্স নীতি অনুসরন করবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠনের সভাপতি বলেন, দোষীদের পক্ষে কোন আইনজীবী লড়বে কি লড়বে না, সে বিষয়ে কথা বলার অধিকার তিনি রাখেন না। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি দুর্নীতিবাজদের পক্ষে কোন মামলা কিংবা আইনী লড়াই করবেন না।
ক্যাসিনো জুয়ার সাথে যেই জড়িত থাক না কেন শাস্তির আওতায় আনার দাবী সুপ্রিম কোর্ট বার সভাপতির।