প্রকাশিত : মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২০ইং ।। ৩১শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৬শে মুহররম,১৪৪২ হিজরী বিক্রমপুর খবর :অফিস ডেস্ক : কবিতা__
দুঃস্বপ্নের রাত
কিছু কিছু স্বপ্ন মধুর হয়
দেখতে মন চায় বার বার
শিশুর প্রথম মা ডাকার মতো
কৃষ্ণচুড়ার লাল রঙের মতো
কিছু কিছু কথা শুনতে ভালোলাগে
ভালবাসি ভালবাসি গানের মতো
কিছু কিছু কথা পড়তে ভালোলাগে
ভুলভাল সহ আনাড়ি হাতের লেখা
প্রথম প্রেম পত্রের মতো,
কিছু কিছু না ভালোলাগা
দুঃস্বপ্ন বেহায়ার মতো
বার বার ফিরে আসে
না চাইলেও আসে ,
হৃদয়কে করে দলিত মথিত
অকেজো ক’রে মস্তিষ্কের ক্যানভাস
হয়ে যাই নির্বাক, চলৎশক্তিহীন
স্বপ্নে দেখছিলাম,
অপলকে সাঁতার কাটা রাঁজহাসের পালক
ঠিক দুধের মতো ধবল নিষ্পাপ
একদল বন্য শুয়োর রাজহাঁসটিকে মাটিতে ফেলে
লুটিয়ে পড়া নিথর দেহের
পালক তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল
চারিধারে আদিম উল্লাসে ,
চোখ বড় বড় করে খুঁজতেছিল
রাজহাঁসটির শরীরের লাল মাংস
শরাবন তহুরার সাথে ছোহবতের তৃপ্তিতে
তখন আমার কলম দিয়ে ঝরছিল
লাল রক্ত ঝরনা ধারায়
শব্দগুলি জমাট বরফ হয়ে
অহল্যার মতো শুয়ে রইলো অনন্তকাল,
চারদিক থেকে ভেসে আসা
বন্যশুয়োরের ঘোঁতৎ ঘোঁতৎ শব্দে
আবহমান কালের ষড়ঋতুরা ভয় পেয়ে
স্বেচ্ছায় চলে গেল নির্বাসনে,
চারিদিকে শুধুই খুরপাক করছে
নিঃশব্দের নিস্তব্ধতা, নির্লজ্জতা, দুর্গন্ধতা,
অতল অন্ধকার, শোক আর কান্না ,
মাটি চাপার অপেক্ষায় যাপিত সৎকারে
শুধুই পড়ে রইলো একটি
পালকহীন উলঙ্গ বিবশ নির্জীব দেহ I
@সেপ্টেম্বর ১৩ , ২০২০
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com