প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২০ ইং ।। ২০ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ : সামাজিক দূরত্বের কোন বালাই নেই। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মঙ্গলবার সকাল থেকেই চাপের সুযোগে লঞ্চগুলো ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশী যাত্রী নিয়েই পাদ্ম পাড়ি দিয়েছে। যেন তিল ধারণের ঠাঁই নেই। লঞ্চে কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো শিমুলিয়া ঘাটে নোঙরের আগেই দেখা গেছে, যাত্রীদের গাদাগাদি দৃশ্য। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা স্বাভাবিক সময়ের চেয়েও বেশী যাত্রী পরিবহন করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
অন্যদিকে নৌরুটে চলাচলরত লঞ্চগুলোতে সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে শিমুলিয়া ঘাটে ছুটে আসেন প্রশাসনের ব্যক্তিরা। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৯টি লঞ্চকে ৪৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ৬টি লঞ্চকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা ও ৩টি লঞ্চকে ৬ হাজার টাকা হারে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
যাত্রীদের অভিযোগ, উত্তাল পদ্মায় অতিরিক্ত যাত্রী বহন শুধু করোনা ঝুঁকি বাড়াবে না, দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। তবে লঞ্চ মালিক সমিতির লোকজনের দাবি, যাত্রীরাই সচেতন না। ধারণ ক্ষমতার বেশী যাত্রী বহন করা হচ্ছে না। শিমুলিয়া ঘাটে লঞ্চ ভিড়লে ভেতরে থাকা যাত্রীরা সামনে চলে আসায় অতিরিক্ত যাত্রী মনে হচ্ছে।
একটি লঞ্চের সুপারভাইজার আব্দুর রহিম জানান, তাদের লঞ্চের ধারণ ক্ষমতা ১৮৬ জন। তবে এ সময় উপস্থিত লোকজন জানান, এই লঞ্চটিতে ৩ থেকে সাড়ে ৩শ যাত্রী বহন করা হয়েছে।
মাওয়া নৌ-ফাঁড়ির আইসি ও পরিদর্শক মো. সিরাজুল কবীর জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ-রুটে অভিযান চালানো হয়। এ সময় শিমুলিয়া ঘাট থেকে যাত্রীদের শরীরে জীবানুনাশক স্প্রেসহ স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চসহ নৌযানগুলো ছেড়ে যায়। অথচ কাঁঠালবাড়ি ঘাটে এ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেখান থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে এসে ভিড়ছে লঞ্চগুলো। এ অবস্থায় পুলিশের যৌথ অভিযানে অতিরিক্ত যাত্রী বহন করায় ৯টি লঞ্চকে আটক করা হয়। পরে লৌহজং উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে ৯টি লঞ্চের সারেং ও কেরানীদের অর্থদণ্ড প্রদান করেন। এরমধ্যে ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার এবং ৩ জনকে ৬ হাজার করে ১৮ হাজারসহ মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঘাট সংশ্লিষ্টরা জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৮৭টি ফেরি ও সাড়ে ৪শ’ স্পিডবোট চলাচল করছে। এছাড়া ১৪টি ফেরি সচল রেখে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন .. ..