তিউনিসিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার করেছে

0
2
তিউনিসিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার করেছে

প্রকাশিত: রবিবার,১১ জুলাই ২০২১ইং।। ২৭শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : তিউনিসিয়ার নৌবাহিনীর একটি ইউনিট ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার নৌবাহিনীর বরাত দিয়ে তিউনিশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্যাপ জানায়, নৌবাহিনীর একটি ইউনিট বৃহস্পতিবার ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করে। তাদের নৌকাটি জারজিস উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। পরে তারা তেলের ট্যাংকার ‘ডিডনে’ আশ্রয় নিয়েছিল।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিবাসীদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। তারা গত ৫ জুলাই লিবিয়া উপকূল থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার অভিবাসীদের বেন গুয়েরদান শহরের এল টেফ বন্দরে স্থানান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ন্যাশনাল গার্ড ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন