তারাবিহসহ সকল নামাজ নিজ নিজ বাসায় পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0
8
তারাবিহসহ সকল নামাজ নিজ নিজ বাসায় পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত :শনিবার, ২৫এপ্রিল ২০২০ ইং ।। ১২  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ১ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসুন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) দেয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, রমজান আত্মসংযম, অনুকম্পা ও মাগফিরাত লাভের মাস। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।

করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত এবং ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে উল্লেখ করে এ প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এবারের রমজানের তারাবিহসহ অন্যান্য সকল নামাজ নিজ নিজ বাসায় বসে পড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রোজা রাখার পাশাপাশি ঘরে অবস্থান করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। যিকির ও নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেই যেন পরম করুণাময় আল্লাহ তায়ালা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি হতে মুক্তি দেন। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তওফিক দান করুন।’

 

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন