প্রকাশিত : রবিবার,১০ মে ২০২০ ইং ।। ২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ১৬ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : অলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারনে আজ অনলাইনে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ আদালতে ভার্চুয়াল কোর্ট এ বাসভবন থেকে মামলার শুনানিতে অংশ নিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর্টনী জেনারেল মাহবুবে আলম।
অবশেষে দেশের বিচার বিভাগে শুরু হলো ভার্চুয়াল কোর্ট সিস্টেম। এরই মধ্যে ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য পৃথক ওয়েবপোর্টালও প্রস্তুত করা হয়েছে। আবেদন, শুনানি সবই হবে এ পোর্টালে। ইমেইলে শুনানির সময় ও ভিডিও কনফারেন্সের লিঙ্ক পাঠানো হবে আইনজীবীকে। এসএমএসে দেওয়া হবে অ্যালার্ট। নির্দিষ্ট সময়ে বিচারকসহ সংশ্লিষ্ট আইনজীবীরা যুক্ত হবেন ভিডিও কনফারেন্সে। দেশে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া ভার্চুয়াল কোর্ট ঠিক এমনই হবে বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্র থেকে। শুরুতে এ পদ্ধতিতে শুধু জামিন আবেদন দাখিল, শুনানি ও বেইল বন্ড দাখিলের সুযোগ পাবেন আইনজীবীরা। পরে যুক্ত হতে পারে অন্যান্য বিষয়ও।
আজ কোভিড-১৯ মহামারীর মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু
করোনাকালীন সময়ে উচ্চ আদালতে ভার্চুয়াল কোর্ট পরিচালনা সংক্রান্ত রুলস অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। একইসঙ্গে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে কোনো সমস্যার সম্মুখীন হলে তা সমাধানের জন্য নির্দেশনা জারি করতে প্রধান বিচারপতিকে একক ক্ষমতা দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি ফুলকোর্ট সভায় অংশগ্রহণ করেন।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারপতি বেশি সংখ্যক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গঠনের প্রস্তাব ও দ্রুত ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন।
সূত্র জানায়, ‘সভায় প্রধান বিচারপতি বলেন, যতদ্রুত সম্ভব ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হবে। সম্ভব হলে সোমবার (১১ মে) থেকেই ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু করার কথা বলেন, প্রধান বিচারপতি।’
ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট কীভাবে পরিচালিত হবে, আইনজীবীরা কীভাকে মামলা ফাইল করবেন, কোথায় ডকুমেন্ট আপলোড করা হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে শনিবার (০৯ মে) আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ফলে ভিডিও কনফারেন্সসহ ভার্চুয়াল আদালত পরিচালনার পথ খুলে যায়।