ঢাবিতে নবজাতকের গলিত লাশ উদ্ধার

0
3
ঢাবিতে নবজাতকের গলিত লাশ উদ্ধার

প্রকাশিত: বৃহস্পতিবার,২৯ অক্টোবর ২০২০ইং ।।১৩ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১১ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে একটি নবজাতকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে প্রক্টরিয়াল টিম লাশটিকে উদ্ধার করে।

বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া উদ্ধারের সময় নবজাতকটি পঁচে গেছে বলে জানান প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

টিমের সদস্য সাইফুল ইসলাম বলেন, দুপুরে কাক ঠুঁকরে খাচ্ছিল একটা নবজাতককে। পরে আমরা থানায় এবং প্রক্টর স্যারকে জানাই। থানা এসে তা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, আরো কয়েক দিন আগে নবজাতকটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে।

মৃত নবজাতক উদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, নবজাতকটির বয়স তিন থেকে চারদিনের মধ্যে হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উদ্ধারের পরই সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে আমরা লাশটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশীদকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন