প্রকাশিত : বুধবার,২৩ সেপ্টেম্বর ২০২০ইং ।। ৮ই আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ৫ই সফর, ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ থেকে : নৌরুটে নাব্য সংকট নিরসনে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম নিয়ে বিস্মিত বিআইডব্লিউটিসি, লঞ্চচালক ও ঘাটসংশ্নিষ্টরা। নৌরুটের লৌহজং টার্নিং চ্যানেল চালু করতে চলতি মাসের প্রথম ১০ দিন ৯টি ড্রেজার দিয়ে দিনরাত ড্রেজিং করলেও এখন সেতু পয়েন্টে ড্রেজিং করতে গিয়ে অপসারণ করা পলিমাটি পাশেই ফেলা হচ্ছে। ফলে লৌহজং টার্নিং চ্যানেল আবারও পলিমাটিতে ভরে যাচ্ছে। আর বিআইডব্লিউটিএর এমন ড্রেজিং কার্যক্রম দেখে বিস্মিত ঘাট ব্যবহারকারীরা। তারা বলছেন, ড্রেজিংয়ে কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হলেও দীর্ঘ দিনে ফেরি চলাচলের উপযোগী হয়ে ওঠেনি নৌ-চ্যানেল। উল্টো ড্রেজিং কার্যক্রমই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিআইডব্লিউটিএ বলছে, তারা নাব্য সংকট নিরসনে ড্রেজিং অব্যাহত রেখেছে। ঘাটসংশ্নিষ্টরা বলছেন, লৌহজংটার্নিং চ্যানেলের নাব্য সংকট নিরসনে চলতি মাসের প্রথম ১০ দিন ৯টি ড্রেজার দিয়ে রাতদিন ড্রেজিং করে বিআইডব্লিউটিএ। এখন পাশের পদ্মা সেতুর চ্যানেলে ড্রেজিং করে সেখানেই পলিমাটি ফেলায় লৌহজং টার্নিং চ্যানেল আবারও ভরাট হয়ে যাচ্ছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে ড্রেজিং কাজ অব্যাহত থাকলেও নাব্য সংকট নিরসন না হওয়ায় রো রো ফেরি ও ডাম্ব ফেরিগুলো চলাচল করতে পারছে না। এমনকি ছোট ছোট ৪টি ফেরি চালু রেখে নৌরুট সচল রাখলেও সেগুলো চলছে নদীর তলদেশ ঘেঁষে। ৯টি ফেরি অলস সময় কাটাচ্ছে ঘাটের অদূরেই নোঙরে থেকে।
গত জুন মাস থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩ মাস ২২ দিন পর্যবেক্ষণের পর বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম নিয়ে অভিযোগ তুলেছেন শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলাচলরত ফেরির একাধিক চালক, বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও লঞ্চচালকরা। তারা জানান, চীনা প্রতিষ্ঠান চায়না সিনোহাইড্রোর ড্রেজিংয়ে কাটা পলিমাটি পদ্মা চরের মাঝে ফেলার কারণে সেগুলো নদীর পানিতে মিশতে সুযোগ পায় না। কিন্তু বিআইডব্লিউটিএর ড্রেজারগুলো পলিমাটি ফেলার কাজও সম্পূর্ণ উল্টো। তারা যেখানে ড্রেজিং করছে, তার পাশেই ফেলছে পলিমাটি। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না; উল্টো ক’দিন না যেতেই আবার পলি জমে চ্যানেলে নাব্য সংকট দেখা দিচ্ছে।
বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজনু মিয়া জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের নাব্য সংকট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নৌ-চ্যানেলে ৩৩ লাখ ঘন মিটার পলিমাটি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ড্রেজিং কাজ চলছে। লৌহজং টার্নিং চ্যানেলটি এখন ব্যবহারের সম্ভাবনা নেই। তাই ড্রেজিংয়ের বালু সাময়িক সময়ের জন্য এখানে ফেলা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com