টুইটারে যুক্ত হলো ভয়েস টুইট ফিচার

0
14
টুইটারে যুক্ত হলো ভয়েস টুইট ফিচার

প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।।  ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ফ্লিটসের পর নতুন ফিচার নিয়ে এলো টুইটার। এখন আপনি কথা বলেই টুইট করতে পারবেন। এতে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষের সুবিধা হবে বলে মনে করছে টুইটার। এই ফিচারের মাধ্যমে টুইট করা ছাড়াও তা ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করা যাবে। বুধবার থেকে বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এই ফিচার।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে আসবে সে বিষয়ে কিছু জানায়নি। ভয়েস দিয়ে টুইট শুরুর জন্য টুইট অপশনে যেতে হবে। এরপর ক্যামেরা আইকনের ঠিক পাশের নতুন আইকন দেখতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে রেকর্ড বোতামটিসহ আপনার প্রোফাইল ফটো দেখতে পাবেন। আপনার ভয়েস রেকর্ড করে তা ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করুন। 

সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামের স্টোরির মতো ‘ফ্লিটস’ নামের নতুন একটি ফিচার নিয়ে এসেছে টুইটার। ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরিগুলোতে ব্যবহারকারীরা রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারছেন। ফ্লিটসে পোস্ট করার জন্য অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের ‘নিউ ক্রিয়েট’ অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিও অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করে পোস্ট করা যাবে।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন