প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ইং ।। ৩রা ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ১৫ই আগস্ট দিনব্যাপি নানা কর্মসূচি পালনের মাধ্যমে যথাযথ সম্মানের সাথে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত এর মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এদিকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে দোয়া ও মোনাজাত শেষে ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার এর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাসিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন লিটন মাঝি, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক মাঝি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার, ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নবীন কুমার রায় প্রমুখ।
নিউজটি শেয়ার করুন .. ..