প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২০ ইং ।। ২০ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কৃষি কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের টাকায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে সরকারি নিদের্শনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৪০০ জন কৃষকের মাঝে লাল শাক, পুঁইশাক, ধুন্দল, সিম ও ডাটা শাকের বীজ বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ চৌধুরী, এস এ পিপিও আমিনুর রহমানসহ উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।
নিউজটি শেয়ার করুন .. ..