টঙ্গীবাড়ীতে ইলিশ শিকারীদের বিরুদ্ধে অভিযান

0
15
টঙ্গীবাড়ীতে ইলিশ শিকারীদের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত:শনিবার,১২ অক্টোবর ২০১৯ ইং ।। ২৭শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষনার পর জেলেদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলার দক্ষিনে পদ্মা নদীতে মা ইলিশের বিচরন বৃদ্ধি পাওয়ায় গোপনে স্থানীয় জেলেরা ইলিশ ধরে বিক্রির সংবাদে দিন ভর সেখানে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতির সংবাদে কোন জেলে নদীতে নামেনী। গত মৌসুমে ব্যাপক ডিম ময়ালা ইলিশ ধরা পরায় এবার তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৮টা পযর্ন্ত টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা: হাসিনা আক্তার পুলিশের একটি দল নিয়ে নদীতে অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার সভ্যতার আলোকে জানান- আমরা জেলেদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি, উপজেলার প্রতিটি জেলেদের মাঝে চাল বিতরণ করেছি। তারা যাতে নিষিদ্ধের সময় নদীতে ইলিশ না ধরে। তারপরও যদি কেউ ধরার চেষ্টা করে কোন ছাড় দেয়া হবে না।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন