প্রকাশিত :শুক্রবার,২৯ মে ২০২০ ইং ।। ১৫ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : টঙ্গীবাড়িতে অটো রিক্সা চালক শাহাবুদ্দিন (২০) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার চাষিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজয়া রেখে চাষিরী গ্রামবাসী ও পাশ^বর্তী ভোড়ন্ডা গ্রামের বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন হয়। এ মানববন্ধনে আরও অংশ গ্রহন করেন স্থানীয় ইউপি সদস্য মো: জব্বার হোসেন বেপারী, সমাজসেবক মো: মুক্তার হোসেন প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, দরিদ্র পরিবারে সন্তান শাহবুদ্দিন কে যারাই হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওয়তায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
গত ২৭ মে নিখোঁজের তিনদিন পর উপজেলার কুরমিরা গ্রামের হাজী হাশেম হালদারের পরিত্যক্ত ভিটা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। শাহাবুদ্দিনকে গলা ও পুরুষাজ্ঞ কেটে হত্যা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ঘটনার পর থেকে শাহাবুদ্দিনের ব্যাটারিচালিত অটো রিকশাও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা আবুল শেখ বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..