প্রকাশিত : শুক্রবার ৮ মে ২০২০ ইং ।। ২৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ১৪ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : ষ্টাফ রিপোর্টার টঙ্গীবাড়ি : টঙ্গীবাড়িতে প্রবাসীর স্ত্রীর সাথে শাহীন নামে এক যুবকের অবৈধ সর্ম্পকে বাধা দেয়ায় এলাকাবসীর উপর হামলা চালায় শাহীন গং। উক্ত ঘটনায় শুক্রবার টঙ্গীবাড়ি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ করেন মৃত আ: রব হাওরাদারের স্ত্রী হালিমা বেগম। হালিমা বেগম জানান- বেশ কিছুদিন ধরে রাতের আধারে আমার বাড়ী সংলগ্ন একটি ঘরে কাতার প্রবাসীর স্ত্রী মাহমুদার সাথে অবৈধ ভাবে শাহিন মুন্সী নামে এক যুবক মেলামেশা করে। এলাকাবাসী বহুবার বাধা দেয়ার পরও সে এ অবৈধ মেলা মেশা বন্ধ করেনি। গত মঙ্গলবার শাহীন তার সহযোগী ভাড়াটে গুন্ডা টঙ্গীবাড়ি বাজার সংলগ্ন মৃত সাত্তার খানের পুত্র সুমন খান সহ আমাদের উপর হামলা চালায়। তাছাড়া সুমন এ বাড়িতে বিভিন্ন মেয়ে দিয়ে অবৈধ কাজ করে মাসে মোটা অংকের মাশোহাড়া নিয়ে থাকে। শাহীন মুন্সী নাটেশ^র গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। শাহীনের অপকর্মের কারনে ইতিপূর্বে তাকে তার এলাকাবাসী এলাকা থেকে বের করে দেয়ার পর আমতলী প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ ভাবে থাকছে। কাতার প্রবাসী আ: আজিজ এর বোন জামাই জাকির জানায়- আজিজ ভাই গত বৃহস্পতিবারও তার স্ত্রী মাহমুদা বেগমের কাছে বিকাশে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। আমারা মাহমুদার অপকর্মের বিষয়টি শুনে লজ্জায় মুখ দেখাতে পারছি না। তার চরিত্র যে এত খারাপ তা না দেখলে বিশ^াস করতে পারতাম না।
এ বিষয়ে সোনারং টঙ্গীবাড়ি ৭নং ওয়ার্ডের মহিলা সদস্য হোসনে আরা বেগম জানান- আমাকে মুঠো ফোনে বিষয়টি জানিয়েছিল। আমি আমার পরিষদের চেয়ারম্যনকে বিষয়টি দেখার জন্য বলেছি।
এ বিষয়ে সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি জানান- আমাকে লিখিত অভিযোগ দেয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত থাকতে বলি। করোনা পরিস্থি স্বাভাবিক হওয়ার পর পরিষদে বসে বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ডিউটি অফিসার এসআই মুজাহিদ জানান- তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি শেয়ার করুন..