টঙ্গীবাড়িতে পদ্মা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন

0
19
টঙ্গীবাড়িতে পদ্মা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত :রবিবার, ১৪ জুন ২০২০ ইং ।। ৩১ জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে দিঘিরপাড় মূলচর অঞ্চলের ৩০০ ফুট বাধের নির্মাণ কাজ উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিএম রশিদুল কবির। এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কবির হালদার প্রমুখ। এ অঞ্চলে পদ্মা নদীর ৬ কিলোমিটার এলাকজুড়ে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে দিঘিরপাড় বাজারের মোস্তফা খান ও ইব্রাহিম খানের স’মিলের কিছু অংশ নদীতে ভেঙ্গে বিলিন হয়েগেছে। তাই টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীর সভাপতি জগলুল হালদার ভুতু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তারের সার্বিক সহযোগীতায় জরুরী ভিত্তিতে প্রতিরক্ষামূলক বাধ নির্মাণ করছে পানি উন্নায়ন বোর্ড।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতু জানান- দিঘিরপার বাজারটি হুমকির মুখে পড়ায় জরুরী ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড থেকে নদীতে ১৬ হাজার ৪শত জিএ ব্যাগ ফেলে বাধ নির্মাণ করা হচ্ছে। আমি এর আগেও আমার টাকা দিয়ে বাজার রক্ষায় বাধ নির্মাণ করেছি।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন