প্রকাশিত: বৃহস্পতিবার ,১০জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ নির্বাচন কমিশন আগামি মার্চে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষনা করার পরই টংগিবাড়ীতে উপজেলা চেয়ারম্যান হতে আ’লীগের হাফ ডজন প্রার্থী মাঠে নেমেছেন। প্রতিদিনই প্রার্থীদের মিটিং, মাইকিং, দোয়ার প্রচারনা চলছে। থানা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার (ভূতু) প্রার্থী। তিনি দীর্ঘ দিন এ অঞ্চলের আওয়ামীলীগের কান্ডারি হিসেবে দলকে সংঘটিত রেখে জনপ্রিয়তা ধরে রেখেছেন। দলীয় নেতা কর্মীদের বিপদে আপদে সবার আগে পাশে থাকেন। আবার ৩য় মেয়াদে চেয়ারম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রার্থী হতে চান বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহীদ। দীর্ঘ দিনের উন্নয়নের তথ্য তুলে ধরে তিনি ভোটারদের কাছে ছুটছেন। আরো প্রার্থী হতে চান সোনারং-টংগিবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি। তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে জনগনের সেবা করে উপজেলার মধ্যে আলোচিত চেয়ারম্যান হয়েছেন। আউটশাহী ইউপি চেয়ারম্যান লিটন ঢালী এলাকার উন্নয়নের পাশাপাশি উপজেলা পর্যায়ে সাহসী চেয়ারম্যান ও তার ব্যাক্তি ইমেজ কাজে লাগিয়ে প্রার্থী হতে চান। মানিক মিয়া বাচ্চু মাঝি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দায়িত্বশীল ও মাঠের জনপ্রিয় হিসেবে তিনি ও প্রার্থী বলে জানান। গোলাম রাব্বানী শানত্ম সর্ব কনিষ্ঠ প্রার্থী, পিতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমানের জনপ্রিয়তা দলের প্রতি দায়িত্ববোধ ও তরম্নন নেতা হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি চেয়ারম্যান হলে মাদক, সন্ত্রাসের বিরম্নদ্ধে কাজ করবেন। মাঠের প্রার্থীদের মধ্যে সকলেই আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে আশাবাদী। অপর দিকে বিএনপির কোন প্রার্থীই মাঠে নেই তারা উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী দিবেন কিনা জানতে চাইলে উপজেলা বিএনপি সভাপতি আমির হোসেন দোলন জানান- আমরা নির্বাচনী পরিবেশ ও দলীয় স্বীদ্ধানত্ম পেলে নির্বাচনে আসতে পারি।