ষ্টাফ রিপোর্টার: টংগিবাড়ীর বেতকা ইউনিয়নের ছটফটিয়া গ্রামের মাদ্রাসা ছাত্রী অপহরনের ১৮ দিনে ও মামলা নেয়নি পুলিশ। উত্তর রায়পুর ছিদ্দিকিয়া মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী ছটফটিয়া গ্রামের মজিবর মোল্লার মেয়ে উম্মি (১৬)কে মাদ্রাসা যাওয়ার পথে একই গ্রামের মোশারফ খাঁর ছেলে কবির ও তার সহযোগী গরকুল গ্রামের আনু বেপারীর ছেলে আনিস গত ২৭শে এপ্রিল সকালে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। ঘটনার দিনই মজিবর মোল্লা বাদী হয়ে টংগিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ও তা মামলা হিসেবে আমলে না নেওয়ায় কোন আসামী গ্রেফতার হয়নি এমনকি ভিকটিম ও উদ্ধার হয়নি। মেয়ের বাবা মজিবর মোল্লা জানান- তার মেয়ে উম্মি মাদ্রাসা যাওয়া আসার পথে কবির বিভিন্ন সময় তার মেয়েকে কু-প্রস্তাব দিত তিনি প্রতিবাদ করায় তার মেয়েকে অপহরন করে নিয়ে গেছে। আনিস জানান- উম্মি আমার জিম্মায় নাই তাকে কবির নিয়ে গেছে। টংগিবাড়ী থানা এস আই মুজাহিদুর রহমান জানান- অভিযোগ পেয়ে আমি এক দিন গিয়ে কোন আসামী পাইনি বাদীকে বলেছি আসামীর সন্ধ্যান পেলে জানাতে। ।