প্রকাশিত:বুধবার,২ অক্টোবর ২০১৯ ইং ।। ১৭ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :টংগিবাড়ী প্রতিনিধি : ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে,মঙ্গলবার (১লা অক্টোবর)বিকাল ৪টা সময় নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখা কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এবারের প্রতিপাদ্য হচ্ছে-জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়,আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন ও দিবসটি সফলভাবে সম্পন্ন করাসহ সড়ক দূর্ঘটনারোধে সকলের করনীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।সভায় সংগঠনটির টংগিবাড়ী শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল এর সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখার প্রচার সম্পাদক নুর মোহাম্মদ,দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী পরিষদের সদস্য সামসুদ্দিন তুহিন,নাজমুল হাসানসহ টংগিবাড়ী উপজেলা নিরাপদ সড়ক চাই এর সকল সদস্য বৃন্দ।