প্রকাশিত: বুধবার,২৯ ডিসেম্বর ২০২১ইং।। ১৪ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : মোহাম্মদ সেলিম মুন্সিগঞ্জ : সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: আবুল খায়ের বেপারী পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: আবুল খায়ের বেপারী ৪ হাজার ৯শ’ ৬৩ ভোট পেয়ে পরাজিত হন। অন্যদিকে তার বিপরীতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদু ৫ হজার ২শ’ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হন।
অভিযোগের আর্জি থেকে জানা যায়, জৈনসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট শেষে ব্যালট পেপার গননাকালে রফিকুল ইসলাম দুদু’র সমর্থকরা ভোট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় কেন্দ্রে বিশৃংখলা দেখা দেয়ায় দায়িত্বরত আইন শৃংখলা বাহিনের সাথে ভোট বাক্স ছিনতাইকারীদের সাথে সংঘর্ষ হয়।
এ পরিস্থিতিতে কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা না করে প্রিজাইডিং অফিসার চলে আসে। তাতে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আবুল খায়ের বেপারীর এজেন্ট এ কেন্দ্র থেকে কোন ভোটের ফলাফল পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দুদু’র বাড়ির কেন্দ্রে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রভাব বিস্তার করে ভোট গননার ফলাফল প্রকাশ করা হয়। উল্লেখিত দুটি বিষয়কে কেন্দ্র করে মো: আবুল খায়ের পুনরায় ভোট গননার দাবি জানিয়েছেন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’