প্রকাশিত : শনিবার,২০ জুন ২০২০ ইং ।। ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২০ জন ব্যক্তি করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৭৬ জনে । একইদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন ও মারা গেছেন আরো ৩ জন।
গত কাল শুক্রবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন সংক্রমিতদের মধ্যে
মুন্সিগঞ্জ সদর উপজেলার ৭ জন,
সিরাজদিখান উপজেলায় ৮জন ও
লৌহজং উপজেলায় ৫ জন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় সদরের ২ জন ও শ্রীনগরের ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৪২ জন। সদর উপজেলায় ২২ জন এবং টংগিবাড়ী উপজেলায় ৮ জন , সিরাজদিখান উপজেলায় ৫ জন, শ্রীনগর উপজেলায় ২ জন ও লৌহজং উপজেলায় ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৭ ও ১৮ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ২০৮ জনের রিপোর্ট এসেছে। এতে ২০ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। এদিকে, শুক্রবার ২৪৬ জনসহ জেলার মোট ৮ হাজার ২৯০ জনের নমুনা এ পাঠানো হয়। ইতোমধ্যে ৭ হাজার ৯৪৬ জনের নমুনার ফল পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরো ৩৪৪ জন।
এ পর্যন্ত সদর উপজেলায় ৭৫৭ জন, টংগিবাড়ী উপজেলায় ১৫৮ জন, সিরাজদিখান উপজেলায় ২৮৪ জন, লৌহজং উপজেলায় ২৪৩ জন, শ্রীনগর উপজেলায় ১৬৩ জন এবং গজারিয়া উপজেলায় ১৭১ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।
অন্যদিকে সিরাজদিখান উপজেলায় ২৩ জন, লৌহজং উপজেলায় ৯ জন, শ্রীনগর উপজেলায় ৪ জন ও গজারিয়া উপজেলায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মুন্সিগঞ্জ জেলায় সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬২ জনে।
নিউজটি শেয়ার করুন .. ..