প্রকাশিত :রবিবার, ১৪ জুন ২০২০ ইং ।। ৩১ জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার গভীর রাতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে জাপানের উপকূল এলাকায়। কম্পনের গভীরতা ১৬০ কিলোমিটার। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ- ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাগোশিমা দ্বীপাঞ্চলের নাজে থেকে ১৩৫ কিলোমিটার দূরে।
সংস্থাটি জানায়, শক্তিশালী এ ভূমিকম্পটির দুই ঘণ্টা আগে ৪.৪ মাত্রার হালকা একটি ভূ-কম্প হয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাপান প্রশান্ত মহাসাগরীয় অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত।
২০১১ সালে জাপানের মায়েগি অঞ্চলের ১৩০ কিলোমিটার পূর্বে ৯ মাত্রার এক ভূমিকম্পে ভয়াবহ এক সুনামির সৃষ্টি হয়। তাদের দেশটির প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। হুমকিতে পড়ে যায় ফুকুশিমা পারমাণবিক চুল্লি।
নিউজটি শেয়ার করুন .. ..