প্রকাশিত:সোমবার,১৪ অক্টোবর ২০১৯ ইং ।। ২৯শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে জাপান। এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৭ জন। অপরদিকে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছে ১৬৬ জন। উদ্ধার ও তল্লাশি অভিযানে এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে।
উদ্ধারকাজে অংশ নিচ্ছে দেশটির সেনাবাহিনীর ১০ হাজার সদস্য। ভয়াবহ এ দুর্যোগের প্রভাবে এখনো বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গাছ উপড়ে পড়ায় এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্গত এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এরমধ্যেই বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
গত শনিবার জাপানে ৬ দশকের মধ্যে শক্তিশালী টাইফুন হাবিগিস আঘাত হানে।