প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারি ২০২৪ ইং।। ১৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীত কাল)।। ২০জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় একাধিক এলাকায় সুনামি আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের উপকূল সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার।
জাপানের আবহাওয়া দপ্তর জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, দেশটিতে ৯০ মিনিটে মোট ২১টি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর জাপানের মূল ভূখ-ে বিধ্বস্ত হয়েছে অন্তত ৩৩ হাজার বাড়িঘর। দেশটির রাজধানী শহর টোকিওতেও ভবনে ঝাঁকুনি লাগে। বিদ্যুৎ পরিষেবা সংস্থা হকুরিকু ইলেক্ট্রিক পাওয়ার জানিয়েছে, ইশিকাওয়া ও তোয়ামায় ৩৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ভূমিকম্পে জাপান সাগরের উপকূলে প্রায় এক মিটার উচ্চতার সুনামি হয়েছে। অঞ্চলটিতে আরও বেশি উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে শঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এবং জেএমএর তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে জাপানে। এটির কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুর ইশিকাওয়া জেলা। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, যে ২১টি ভূমিকম্প জাপানে হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল চার দশমিক ছয় এবং সবচেয়ে বড়টির সাত দশমিক ছয়।
এদিকে জাপানে ভূমিকম্পের জেরে রাশিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় রেডিওর বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। সেখানে দুই দশমিক ১৮ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। রাশিয়াও অতি পূর্বদিকের ভøাদিভস্টক ও নাখোদকায় সুনামি সতর্কতা জারি করেছে।
এনএইচকেতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, উপকূলীয় শহর সুজুতে ভবন ধসে পড়েছে। ভূমিকম্পে কানাজাওয়া শহরের বাসিন্দারা ভয়ে টেবিলের নিচে আশ্রয় নেয়। ইশিকাওয়া শহরে দ্রুতগতির রেলসেবা বাতিল করা হয়েছে। শহরটির পাশাপাশি নিগাতা শহরেও ইন্টারনেট বিঘিœত হচ্ছে বলে জানিয়েছে সফটব্যাংক ও কেডিডি। ফ্লাইট চলাচলও ব্যাহত হচ্ছে।
ভূগর্ভস্থ ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রতিদিনই গড়ে ১০টি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে সে সময় মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ জন মানুষের। তার প্রায় ১৩ বছর পর সোমবার আবারও বড় মাত্রার ভূমিকম্প হলো জাপানে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor