জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র

0
0
জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র

প্রকাশিত : বুধবার ০২ অক্টোবর  ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ২৮ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : : একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ বুধবার এএফপি একথা জানায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, বেইজিং ও টোকিওর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
তবে চীন এই অঞ্চলে বিতর্কিত অঞ্চলগুলোর চারপাশে তার সামরিক উপস্থিতি জোরদার করার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোরদার করেছে।
গত আগস্টে একটি চীনা সামরিক বিমান জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ ক।ে তার কয়েক সপ্তাহ পরে একটি জাপানি যুদ্ধজাহাজ প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করে। এবং দক্ষিণ চীনে এক জাপানি স্কুলছাত্রকে মারত্মক ছুরিকাঘাতের ঘটনায় গত মাসে দুদেশের মধ্যে কূটনৈতিক বিবাদ সৃষ্ঠি হয়।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তবু শি তার নতুন প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা করেন, ‘সামান্য কারণে প্রতিবেশীদের মধ্যে বিভেদ না করে বরং ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার যুক্তিসঙ্গত উপায় খুঁজে বের করতে হবে।
সিনহুয়া জানায়, শি মঙ্গলবার ইশিবাকে বলেন, দুই দেশের মৌলিক স্বার্থ রক্ষায় ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সকল প্রজন্মের জন্য বন্ধুত্ব, প্রয়োজনীয় পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়নের পথ অনুসরণ করতে হবে।’

(বাসস)

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন