জাপানের জনপ্রিয় কমেডিয়ান শিমুরা কেন এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

0
3
জাপানের জনপ্রিয় কমেডিয়ান শিমুরা কেন এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : শুক্রবার ২৮ মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ১৪ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২৭ রমজান, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :জাপানের জনপ্রিয় কমেডিয়ান শিমুরা কেন(৭০) করোনা ভাইরাসে অক্রান্ত হয়ে ৫ বছর আগে আজকের এই দিনে মৃত্যু বরণ করেন। প্রথম জাপানি বিনোদন ব্যক্তিত্ব হিসাবে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

কয়েক দশক ধরে ছোট পর্দার ৭০ বছর বয়সী শিমুরা কেন টেলিভিশনে একচেটিয়া বিনোদন প্রোগ্রামগুলি করে আসছিলেন । “বাকা টোনোসামা”(বোকা প্রভু) এবং “হেনা ওজিসান”(অদ্ভুত চাচা)এর মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। প্রবাসী বাঙ্গালীদের কাছে খুবই পরিচিত একজন অভিনেতা। শিবুরা কেন বা হেন্না উজিসান নাম শুনলেই হাসা শুরু হয়ে যায়। অক্লান্ত সারাদিন পরিশ্রম কাজ শেষ করে বাসায় এসে শিমুরা কেন এর প্রোগ্রাম দেখলে অনেক প্রবাসীর মন ভালো হয়ে যায় এমন কথা প্রচিলিত আছে জাপান প্রবাসী বাঙ্গালিদের কাছে ।
কাইস্যা” সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তুমুল জনপ্রিয় নাম। লক্ষ লক্ষ মানুষ ফেসবুক কিংবা ইউটিউবে বাংলায় ডাবিং করা তার কৌতুকের ভিডিওগুলা দেখে হাসতে হাসতে মানুষের পেটে খিল ধরায়। আসলে তিনি জাপানের খুবই জনপ্রিয় প্রবীণ কৌতুক অভিনেতা “কেন শিমুরা”।
জাপানের জনপ্রিয় কমেডিয়ান শিমুরা কেন এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ
কেন শিমুরা বা শিমুরা কেন ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি টোকিও’র হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন।তিনি জাপানের একজন জাপানি কৌতুক অভিনেতা।তিনি জাপানী বর্ণের শিমুরা কেন না বাকাতনো-স্যামের মশিশি তাশিরোর নোভোয়িশি কিউয়ানোর সাথে সহ-অভিনয় করেছিলেন। শিমুরার “বকটনো-সাম”শট জাপানী কৌতুকাভিনেয়দের মধ্যে অস্বাভাবিক ছিল,তিনি সমসাময়িক সমাজের বর্তমান অভিভাবকদের (একটি কোম্পানির প্রেসিডেন্ট, একজন রাজনীতিবিদ,পরিবার প্রধান,স্কুল প্রিন্সিপাল, জাপানের প্রধান ইয়াকুযা গ্যাং) একটি নির্বোধ রাজা এর অধীনে যাদের দীর্ঘদিন আগে দেশে বসবাস।একই শোতে শিমুরার আরেকটি জনপ্রিয় শট হল “হেনা ওজি-সান” [একটি ঘৃণ্য বয়স্ক ব্যক্তি], যিনি তরুণীদের সাথে নিজেকে পরিবেশন করেন। “হেনা ওজি-সান দা কারা হেনা ওজি-সান” সকলের মুখে মুখে হাসির খোরাক।
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন