জাপানের ওকিনাওয়ায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি

0
53

প্রকাশিত : রবিবার, ২রা আগস্ট ২০২০ইং ।। ১৮ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :  জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তামিাকি বলেন, “নাটকীয়ভাবে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু যেকোনো মূল্যে তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি।”

ওকিনাওয়া অঞ্চলে গতকাল ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শণাক্ত করা হয়। গত পাঁচদিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন .. ..     

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন