প্রকাশিত: বৃহস্পতিবার,২১ফেব্রুয়ারি ২০১৯। বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক:
জাতীয় হজ ও ওমরা নীতি-২০১৯ ঘোষণা করেছে সরকার। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ নীতিমালাটি প্রকাশ করা হয়।
মোট সাতটি অধ্যায়ের ২৩ পৃষ্ঠার এই নীতিমালায় বিস্তারিত তুলে ধরা হয়-
ভূমিকা ও উদ্দেশ্য;
হজযাত্রী প্রাক-নিবন্ধন,
কর্মপরিকল্পনা এবং হজ প্যাকেজ ঘোষণা;
প্রাক-নিবন্ধন ও নিবন্ধন;
হজ বিষয়ক পরিকল্পনা,হজ প্যাকেজ ঘোষণা ও হজে গমনের যোগ্যতা;
হজ-সংক্রান্ত চুক্তি ও হজ ব্যবস্থাপনা:বাংলাদেশ পর্ব;
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের করণীয়;
হজ অফিস ঢাকার করণীয়;
হজ ব্যবস্থাপনায় সৌদি আরব,হজ এজেন্সির বাড়ি পরিদর্শন ও হজকর্মী নিয়োগ;
বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া;
সৌদি আরবে হজ ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন দল প্রেরণ;
হজ প্রতিনিধিদল,হজ প্রশাসনিক দল,সমন্বিত হজ চিকিৎসক দল ও হজ গাইড নির্বাচন;
রাষ্ট্রীয় খরচে হজ পালন;
মৌসুমি হজ অফিসার নিয়োগ;
কারিগরি দল,বেসামরিক বিমান ও পর্যটন,
পররাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ভূমিকা;
স্বরাষ্ট্র,গণপূর্ত,তথ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভূমিকা;
বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ভূমিকা;
জেলা প্রশাসকের ভূমিকা;
ইসলামি ফাউন্ডেশনের;
আপদকালীন ফান্ড,হজযাত্রীদের অব্যয়িত অর্থ ফেরত প্রদান,
ওমরাহ এজেন্সি সংক্রান্ত বিষয়াবলি;
ওমরাহ এজেন্সির নীতি,দায়-দায়িত্ব;
হজ ও ওমরাহ এজেন্সি নিয়োগ,পরিদর্শন ও নবায়ন;
নিয়োগের শর্তাবলী,নিয়োগ প্রক্রিয়া,পরিদর্শন,নবায়ন,হজ ও ওমরাহ এজেন্সির বিরুদ্ধে তদন্ত,শাস্তি ও রিভিউ;
তদন্ত/শাস্তির কারণসমূহ;
জাতীয় হজ ও ওমরাহ নীতি বাস্তবায়ন,পরিবীক্ষণ ও পর্যালোচনা ইত্যাদি।
এছাড়া এ নীতিমালায় আরো বলা হয়,হজ-সংক্রান্ত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরিবহনের লক্ষ্যে দুটি কমিটি থাকবে। জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী এবং যুগ্ম সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির নির্বাহী কমিটিতে ধর্মমন্ত্রী সভাপতি ও যুগ্ম সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটি বছরে অন্তত দুইবার বৈঠকে মিলিত হবে।