চীনের বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর নির্মাণ কাজে যোগ দিয়েছে

0
6
পদ্মা সেতুর মূল প্রকল্পের প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন

প্রকাশিত : সোমবার,৭ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৩শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১৮ই মুহররম,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের কারণে নির্মাণযজ্ঞের গতি কিছুটা কমলেও, ফের পুরো উদ্যমে শুরু হয়েছে পদ্মা সেতুর নির্মাণকাজ। এরইমধ্যে যোগ দিয়েছেন চীনের বিশেষজ্ঞ দল। সংশ্লিষ্টরা বলছেন, চলতি সেপ্টেম্বর মাসে পদ্মা সেতুর দু’টি স্প্যান বসানোর প্রক্রিয়া চলমান। আর সেতুর সব স্প্যান বসানো হবে আগামী ডিসেম্বরের মধ্যে। সে লক্ষেই এখন চলছে কর্মযজ্ঞ। 

পদ্মা সেতুর কাজে দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বলেন, আজ সকাল থেকে চীনের বিশেষজ্ঞ দল পদ্মা সেতুর কাজে যোগ দিয়েছেন। প্রথমদিনেই তারা ইয়ার্ড পরিদর্শন করেছেন।

স্প্যান বসানোর জন্য বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন চীনা প্রকৌশলী টিম বন্যা থাকায় ছুটি কাটাতে নিজ দেশে গিয়েছিলেন। এখন পানি কমতে শুরু করেছে, ফলে শুরু হচ্ছে স্প্যান বসানোর প্রস্তুতি।

জানা গেছে, চীনের বিশেষজ্ঞ এই দলের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় বিমা কোম্পানির তিন সদস্যের একটি দল এসেছে। তারা গত ৩১ জুলাই থেকে পদ্মার ভাঙনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করবেন।

দেওয়ান মো. আব্দুল কাদের জানান,পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনকস্ট্রকশন ইয়ার্ডে সেতুর বাকি ১০টি স্প্যানের মধ্যে চারটি শতভাগ প্রস্তুত। আরও চারটি স্প্যানের ফিটিং সম্পন্ন। এখন রঙ করার কাজ চলছে। আর বাকি দু’টি স্প্যানের এখন ওয়েল্ডিং চলছে। ‘২ই’ এবং ‘২এফ’ নম্বর এ স্প্যান দুটিও ফিটিং সম্পন্ন করে খুঁটির ওপর বসানোর জন্য প্রস্তুত করা হবে।

তিনি আরও বলেন, সবশেষ স্প্যান ২এফের ওয়েল্ডিং শুরু হওয়ায় প্রকল্প সংশ্লিষ্টরা বেশ সন্তুষ্ট। সেতুর গুরুত্বপূর্ণ অংশ স্প্যান সম্পন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হওয়াই আমাদের কাছে এটি যুগান্তকারী অগ্রগতি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে ৪১টি স্প্যানের ৩১টি স্প্যান বসে গেছে। চীনে তৈরি হওয়া সেতুর সব স্প্যানই এখন প্রকল্প এলাকায় এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সেতুর এক নম্বর মডিউলে ‘১এ’, ‘১বি’, ‘১সি’, ‘১ ডি’ স্প্যান এখন পুরোপুরি প্রস্তুত। এই চারটি স্প্যানের মধ্যে ‘১ ডি’ বসবে ৪ ও ৫ নম্বর খুঁটিতে। ‘১বি’ বসবে ৩ ও ৪ নম্বর খুঁটিতে, ‘১বি’ বসবে ২ ও ৩ নম্বর খুঁটিতে এবং ‘১এ’ বসতে যাচ্ছে ১ ও ২ নম্বর খুঁটিতে। মধ্য সেপ্টেম্বর ৪ ও ৫ নম্বর খুঁটিতে ৩২ তম স্প্যানটি বসানোর পরিকল্পনা করা হয়েছে।

এর ১০ দিন পরই বসবে ৩৩ তম স্প্যান ৩ ও ৪ নম্বর খুঁটিতে। এখন একইসঙ্গে দু’টি ‘লিফটিং ফ্রেম’ ব্যবহার করা হবে। তাই দ্রুত সময়ের মধ্যে স্প্যানগুলো বসবে। সেভাবেই এখন প্রস্তুতি চলছে। আর বাকি ছয়টি স্প্যানই বসছে ২ নম্বর মডিউলে। ৭ নম্বর খুঁটি থেকে ১৩ নম্বর খুঁটিতে বসবে এই স্প্যানগুলো।

এদিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’ শরীয়তপুরের নড়িয়া এলাকার পদ্মা নদীতে এখন নোঙ্গর করে রাখা হয়েছে। স্প্যান বসানোর আগেই এটি সরাসরি মাওয়ার ইয়ার্ডে নিয়ে আসা হবে।

এদিকে, কনস্ট্রাকশন ইয়ার্ডে নদী ভাঙনে ক্ষতিপূরণ নিরূপনে ইন্স্যুরেন্স কোম্পানি চীনা জেনারেল ইন্সুরেন্সের তিন প্রতিনিধি সোমবার বাংলাদেশে আসছেন। তারা সরেজমিন পরিদর্শন এবং বাংলাদেশের সাধারণ বীমার সঙ্গে সমন্বয় করে ক্ষতিপূরণ নির্ধারণ করবেন।

সবশেষ গত ১০ জুন  ৩১তম স্প্যান বসানো হয়। জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু ৪ হাজার ৬৫০ মিটারে দৃশ্যমান হয়। এ স্প্যান বসানোর মধ্য দিয়ে মাওয়ার সঙ্গে সংযুক্ত করেছে জাজিরাকে। এখন বাকি আছে মাওয়া প্রান্তের মাত্র ১০টি স্প্যান। এই ১০ স্প্যানে দেড় কিলোমিটার দৃশ্যমানে পদ্মা সেতুর পূর্ণ্যতা পাবে। এখন তাও সময়ের ব্যাপার মাত্র।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য সেতুটি হবে দ্বিতল, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।

 

নিউজটি শেয়ার করুন .. ..        

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

https://www.facebook.com/BikrampurKhobor/     

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন