চির নিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী; জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
22
চির নিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী; জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন

প্রকাশিত : রবিবার, ২১ জুন ২০২০ ইং ।। ৭ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নিজগ্রাম সোনতলা কবরস্থানে স্ত্রী দিপ্তী লোহানীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শব্দসৈনিক কামাল লোহানী। শনিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে সোনতলা কবরস্থানে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

দাফনের আগে কামাল লোহানীর মরদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত জানাযায় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, আ’লীগের আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, প্রেসক্লাব, সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয় ও তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পরে মা রোকেয়া খান লোহানীর কবরের পাশে, স্ত্রী দীপ্তি লোহানীর কবরে রাত ৯টা ৫০ মিনিটে তাকে সমাহিত করা হয় বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানান। তার দীর্ঘ সংগ্রামী জীবনের অনুপ্রেরণাদাত্রী স্ত্রী দীপ্তি লোহানী ২০০৭ সালের ২৪ নভেম্বরে মৃত্যুবরণ করেন।

এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফনের দায়িত্ব পালন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। শনিবার গোসলের জন্য তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় কোয়ান্টাম ফাউন্ডেশন মোহাম্মদপুর শাখায়। সেখানে একমাত্র পুত্র সাগর লোহানীর উপস্থিতিতে যত্ন সহকারে ওযু-গোসল ও পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন একদল স্বেচ্ছাসেবী। এরপর বেলা ৩.৩০ মিনিটে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয় তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী জানান, দুপুরে তার বাবার মরদেহ হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

উদীচীর প্রচার ও তথ্য বিভাগের সম্পাদক আরিফ নূর জানান, কামাল লোহানীর মরদেহ উদীচী কার্যালয়ে নেয়া হলে স্বাস্থ্যবিধি মেনে তার দীর্ঘদিনের সাংস্কৃতিক সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

কামাল লোহানীর ভাতিজা আকিব লোহানী জানান, রাত নয়টার দিকে মরদেহ ঢাকা থেকে উল্লাপাড়া সোনতলা এসে পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর কামাল লোহানীর স্বজন ও ভক্তরা কান্না ভেঙ্গে পড়েন। পরিবারের একমাত্র অভিভাবকে হারিয়ে পরিবারের সকলেই শোকে স্তব্ধ হয়ে পড়েন।

এর আগে শনিবার (২০ জুন) সকালে তার মৃত্যুর খবর পাওয়ার পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামস্থ কামাল লোহানীর নিজ বাড়িতে দলে দলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা আসতে থাকেন। সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সিরাজগঞ্জ নবনাট্য সংঘের বাহাউদ্দীন বিশাল জানান, কামাল লোহানী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন পুরোধা ব্যক্তি ছিলেন। তিনি সিরাজগঞ্জের গর্ব। ঐতিহ্যবাহী লোহানী পরিবারের এই কৃতি সন্তানকে হারিয়ে শোকে হতবিহবল হয়ে পড়েছি। তার মৃত্যুতে আমরা আমাদের একজন পথপ্রদর্শককে হারালাম।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর বলেন, কামাল লোহানীর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন তাদের একজন অভিভাবককে হারালো। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত মনের মানুষ। তার মৃত্যুতে সিরাজগঞ্জ সাংস্কৃতিক জোট তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হীরক গুণ বলেন, আমরা একজন সাদা মনের মানুষকে হারালাম। তার মৃত্যুতে সিরাজগঞ্জবাসী আরও একটি নক্ষত্রকে হারালো।

প্রয়াত কামাল লোহানীর ছোট ভাই মোস্তাক লোহানী জানান, সোনতলা কবরস্থানে তার স্ত্রী দিপ্তী লোহানীর কবরের উপরেই তাকে দাফন করা হলো। এ কবরস্থানে আমাদের বাবা মুছা আলী খান লোহানী, মা রিজিয়া লোহানী, ভাই দেলাল লোহানীসহ আমাদের সকল প্রয়াত আত্মীয়-স্বজনেরা শায়িত আছেন।

নিউজটি শেয়ার করুন .. ..  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন