চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আসিফ হত্যা ॥ অবশেষে দীর্ঘ ৩ বছর পর মামলার চার্জ গঠন

0
46
চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আসিফ হত্যা ॥ অবশেষে দীর্ঘ ৩ বছর পর মামলার চার্জ গঠন

প্রকাশিত:সোমবার,১৭ জুন ২০১৯। ৩রা আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর: সিরাজদিখান প্রতিনিধি: অবশেষে দীর্ঘ তিন বছর পর মুন্সীগঞ্জ জেলার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা আসিফ হাসান হাওলাদার হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে। এতে মামলার এজাহারভুক্ত ১১ জন আসামিকে চার্জশীট অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার জেলা দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে শুনানি শেষে এ চার্জ গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র নন্দি। এর পূর্বে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি বিচারিক আদালতে চার্জশীট দাখিল করে সিআইডি। চার্জশীটভুক্ত আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারে বাদীপক্ষকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ ছিল। এ নিয়ে মামলার বাদীপক্ষ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। বহুল আলোচিত এ মামলাটির চার্জ গঠন হওয়ায় আসিফের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত ২০১৬ সালের ১২ এপ্রিল রাতে কোলা ডাকঘরের পাশে আসিফকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। সিরাজদিখান থানার তত্কালীন ওসি ইয়ারদৌস হাসান যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করে আসিফকে কারাগারে পাঠিয়ে দেন। পাঁচ দিন পর কারাগারে ১৭ এপ্রিল আরো অসুস্থ হয়ে পড়লে আসিফকে কারাগার থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর সকাল ৭টার দিকে মারা যান এ ছাত্রলীগ নেতা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন