প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।।১২ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং থেকে রুবেল ইসলাম তাহমিদ: মুন্সীগঞ্জে এবার আলু চাষাবাদ উৎসব,বাংলাদেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনের জেলা মুন্সীগঞ্জে আলু চাষ শুরু হয়েছে। চলতি বছর বাজারে আলুর উচ্চ মূল্য থাকায় আলু চাষ করে আরো লাভবান হওয়ার আশায় গত বছরের তুলনায় এবার অধিক পরিমাণে আলু চাষে ঝুকেছে কৃষক। গেল মাসে মুন্সীগঞ্জের আলুর জমির থেকে, বর্ষার পানি নেমে যাওয়ার পর নভেম্বরের শুরু থেকেই জমি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে কৃষকরা এখন আলু আবাদে নেমে পড়েছেন। এখন আলু চাষে যুক্ত হতে বিভিন্ন জেলা থেকে আগত নারী ও পুরুষ শ্রমিকের তৎপরতা বৃদ্ধি পেয়েছে গ্রামাঞ্চল গুলোতে।
জেলা কৃষি বিভাগের তথ্য মতে, প্রায় ৭৩ হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে, এ বছর জেলায় প্রায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমি। এ বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ টন। যা গত বছর ছিল ১০ লাখ ৩৬ হাজার ২৫০ টন। হিসেব মতে চলতি বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমির জন্য ৬৯ হাজার ৩১০ টন আলুর বীজ প্রয়োজন। বর্তমানে জেলার হিমাগারগুলোতে বীজ আলু মজুদ রয়েছে প্রায় ৬৪ হাজার ৫১৬ টন।
তবে বীজ আলুর সংকটের আশঙ্কায় কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। বীজ সংকট হবে শঙ্কায় শেষ পর্যন্ত আলু চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। বীজের দাম বাড়ায় উৎপাদন কম হওয়ার আশংকা করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন হাট বাজারে ও আবাদী জমির খোজ নিয়ে জানা যায়, আলু রোপণ করে লাভের আশায় নতুন স্বপ্ন বুনছে কৃষকরা। আলুর বাম্পার ফলন করেই লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সদর উপজেলার শিলই, চরকেওয়ার, আধারা,মহাকালিসহ বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চল ও বিভিন্ন উপজেলা জুড়ে আলু রোপণ কাজে কৃষকের ব্যস্ততার দৃশ্য লক্ষ্য করা গেছে। বাড়ির আঙিনায় কৃষকদের সহযোগিতায় বাড়ির গৃহিণীরাও নানা কাজে যুক্ত হয়েছেন।
টরকী গ্রামের আলু চাষী মোঃ নূর বলেন, “এ বছর ৪০ শতাংশ জমিতে আলু চাষ করছি। কৃষক থেকে সহযোগিতা নামের বীজ আলু এক বস্তা কিনেছি ৩ হাজার টাকা দরে। বীজের দাম অনেক বেশি। সার সংকট না থাকলেও দাম বেশি মনে হচ্ছে। আগে ভাগেই আলু রোপণ শুরু করেছি এবছর। মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, “এ মৌসুমে জেলায় প্রায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত জমিতে আলু রোপণ হলে ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ টন আলু উৎপাদিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় প্রতিবছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আলু রোপণ করে থাকেন কৃষকেরা। কিন্ত এবার অনাবৃষ্টি এবং জমি থেকে দেরিতে পানি নামার কারণে আলু রোপণ বিলম্বিত হয়েছে। এতে প্রায় ১০ দিন বিলম্বিত হয়েছে। বর্তমানে পুরোদমে আলু রোপণ শুরু করেছে তারা। ফলে আলু রোপণ উৎসবে নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা।
অন্যদিকে এবার বীজ আলুর বস্তা সর্বনিম্ন ৫ হাজার থেকে ৮ হাজার টাকা। আর বাক্স আলুর দাম ২৫ হাজার থেকে ৪২ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাই গতবারের তুলনায় এ বছর কানিপ্রতি ৩৫ থেকে ৪৫ হাজার টাকা বেশি খরচ হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের প্রায় জমিগুলোতে পুরোদমে চলছে আলু রোপণের প্রস্তুতি। এছাড়া জেলার ৬টি উপজেলার জমি থেকে ধান কাটা শেষ করেছেন অনেক কৃষক। আবার অনেকের নিচু জমি হওয়ায় এখনো ধান কাটা শেষ হয়নি।
তাঁদের জমি পরিষ্কার করতে আরো দেরি হচ্ছে। যাদের জমি থেকে পানি চলে গেছে, তারা জমি আগাছা পরিষ্কার করে জমি প্রস্তুত করছেন। এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরিসহ নানা কাজ শেষ করছেন তারা। এর ফলে পুরোদমে আলু রোপণ উৎসব শুরু করেছে কৃষকেরা। আলু রোপণ মৌসুম এলেই ,কুড়িগ্রা,রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ সহ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা আলু রোপণের কাজে যুক্ত হতে প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন হাটবাজারে জড়ো হচ্ছেন।
এতে কৃষকের সঙ্গে চুক্তি হওয়ার পর আলু রোপণে জমিতে কাজ শুরু করছেন।রংপুর থেকে আসা শ্রমিক মো.কামাল মিয়া বলেন, কোথাও চুক্তি অনুযায়ী, কোথাও দিন হিসেবে মজুরি নিয়ে আলু রোপণ করি। রোপণকাজ শেষে ফিরে যাওয়ার পর আলু তোলার সময় আবারও আসি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে আলু রোপণ শেষ হবে মুন্সীগঞ্জের সকল উপজেলা গুলোতে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com