চক্রান্তকারীদের দমন করতে দেশের শ্রমিক কর্মচারীদের দুঃসাহসিক দায়িত্ব পালন করতে হবে : শিমুল বিশ্বাস

0
0
চক্রান্তকারীদের দমন করতে দেশের শ্রমিক কর্মচারীদের দুঃসাহসিক দায়িত্ব পালন করতে হবে : শিমুল বিশ্বাস

প্রকাশিত : শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল ), ১৬ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, বেদখল ,শিল্প, ঔষুধ, কলকারখানা,গার্মেন্টস কারখানায় নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা হচ্ছে-সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের ঐতিহাসিক একটা মহাকর্তব্য জাতির সামনে এসে দাঁড়িয়ে আছে। অশুভ প্রতিবেশী বাংলাদেশের সকল ঔষুধ ,কলকারখানা,গার্মেন্টস কারখানায় সকল অর্থ উৎপাদনের প্রতিষ্ঠান বন্ধের জন্যে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।অতীত চক্রান্তে যেভাবে দেশের অনেক চিনি ,কাগজ,পাট, বস্ত্র, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। সেভাবেই দেশের ভাগ্যাকাশে শকুনের মতো ঐ অপশক্তি থাবা দিতে ডানা মেলে ধরেছে। চক্রান্তকারীদের দমন করতে দেশের শ্রমিক কর্মচারীদের দুঃসাহসিক দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, শ্রমিক কর্মচারীদের মিলিত ধারায় একটা কল্যানকামী বাংলাদেশ গঠন করতে হবে।ধারাবাহিক কর্মসূচী হিসেবে ঔষুধ,কলকারখানা,গার্মেন্টস কারখানায় যেখানে সন্ত্রাস ,গার্মেন্টে সন্ত্রাস ,দখল বেদখল হবে সেখানে শ্রমিক দলের একটা রক্ষাকবচের মতো দায়িত্ব পালন করতে হবে।

মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা হুমায়ন কবির খান, আকন মোজাম্মেল, আব্দুল কুদ্দুস ধীরন, হাবিবুর রহমান অপু চাকলাদার, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিম স্বপন, লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আওলাদ হোসেন খান ,সদর উপজেলা শাখার সভাপতি মো: নাসির হোসেন , শ্রমিক দলের শফিক মোড়ল , শফিক ভুইয়া, নজরুল ইসলাম, মো: বাদশা মিয়া প্রমুখ।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন