ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লৌহজংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

0
7
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লৌহজংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ইংরেজি, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা(গ্রীষ্ম কাল), ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরি।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শতাধিক বসতঘর ও সোয়া দুইশো হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে৷

রোববার থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে উত্তাল পদ্মা নদীর প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নদীর তীর ভাঙন দেখা দিয়েছে৷ বাঁধ নির্মাণ প্রকল্প এলাকায় জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে৷
ঘূর্ণিঝড়ে গতকাল সোমবার (২৭ মে) রাতে গাঁওদিয়া ইউনিয়নে শিমুলবাড়ি এলাকায় তিনটি বসতঘর নদীগর্ভে তলিয়ে গেছে। সিংহেরহাটি গ্রামের বাসিন্দা কামাল ও মোস্তফার ভিটেবাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে৷ এছাড়া উপজেলার পদ্মার তীরবর্তী শিমুলিয়া, খড়িয়া, দক্ষিণ হলদিয়া, সিংহেরহাটি, তেউটিয়া, রাউৎগাঁও, বাগেরবাড়ি, সুন্দিসার, গাঁওদিয়া, ডহরি এলাকায় ঢেউয়ের আঘাতে বাঁধ নির্মাণ প্রকল্পের জিও ব্যাগ সরে মাটি ভেঙে যাচ্ছে৷ হঠাৎ ঝড়ো হাওয়াসহ নদীর ঢেউ ও প্রচণ্ড স্রোতে ভাঙনের ভয়াবহতা দেখে নদীপাড়ের বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েন।
ভাঙন আতঙ্কে নদী তীরের ৪ শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে।
অনেকে ঘরবাড়ি সরিয়ে নেয়ে গেছে। অনেকে নিকটস্থ আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছে৷ এছাড়া উপজেলায় বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিপাত ও বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে বসতঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদুৎ না থাকার কারনে মোবাইল ফোন ও ওয়াইফাই সংযোগও বন্ধ রয়েছে।লৌহজং উপজেলা কৃষি অফিস সূত্র যানা যায়, উপজেলায় ৩৭৫ হেক্টর জমির ধান, ভুট্টা, তিল, পাটসহ অনন্য ফসলের মধ্যে ২২৫ একটা জমির ফসিলের ক্ষয়ক্ষতি হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, ভাঙন ঝুঁকিতে থাকা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতার জিও ব্যাগ ফেলছি। সে আমাদের পুরোপুরি তদারকি রয়েছে।
তিনি আরও জানান, স্থায়ী বাঁধ নির্মাণ হয়ে গেলে লৌহজংবাসীর আতঙ্কে দিন শেষ হয়ে যাবে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত গতিতে কাজ করার আহ্বান জানিয়েছি।

 

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন