ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি চলাচল শুরু

0
8
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে অচলাবস্থা সাড়ে ৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

প্রকাশিত: বৃস্পতিবার,২৪ জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর::নিজস্ব প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে শুরু করে।

এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এই নৌরুটে।

এ বিষয়ে ঘাট সূত্র জানায়,মধ্যরাতে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি/বিকন বাতি  ঝাপসা হয়ে আসে। এসময় ফেরির চালকেরা দিক নির্ণয়ে বিভ্রান্তির কথা জানালে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। পরে সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যে পৌঁছায়। 

প্রসঙ্গত,ঘন কুয়াশার কারণে বুধবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানিয়েছিলো,কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পেয়ে ফেরি চলাচল বন্ধ রাখেন চালকরা।

ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স,কুরিয়ার সার্ভিসের গাড়ি,পণ্যবাহী যানবাহন ও নৈশকোচসহ ছোটবড় সব মিলিয়ে উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে ৪০০ যানবাহন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন