গোয়ালন্দের সেই মৃত বাবার লাশ ২৮ ঘণ্টা পর দাফন হলো

0
2
গোয়ালন্দের সেই মৃত বাবার লাশ ২৮ ঘণ্টা পর দাফন হলো

প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ইং।। ২৪শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশব্যাপী সমালোচনার ঝড় সৃষ্টি হওয়া সেই বৃদ্ধ পিতা মো. ইয়াছিন মোল্লার (৮৫) লাশ ২৮ ঘণ্টা পর দাফন করেছে তার পরিবারের সদস্যরা। জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে সন্তানেরা ব্যস্ত থাকায় খোলা আকাশের নীচেই পড়েছিল ইয়াছিন মোল্লার লাশ।

বুধবার (৭ জুন) মাগরিবের নামাজের পরে পরিবারের সদস্যেদের সমঝোতায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বৃদ্ধার আত্মীয় স্বজনদেরকে নিয়ে তার লাশ ধর্মীয় রীতিনীতি মেনে দাফন করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৩টায় ইয়াছিন মোল্লার মৃত্যু হলেও বুধবার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত বাড়ির উঠানেই পরে থাকে তার লাশ।

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত ইয়াছিন মোল্লার ৫ সন্তানের মধ্যে বাবলু মোল্লা, ফুলবড়ু, রাবেয়া ও মমতাজের সাথে তার ছোট ছেলে রহমান মোল্লার দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই মৃত ইয়াছিন মোল্লার লাশ ২২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও দাফন না করে জমি-জমা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিল তার সন্তানেরা।

এরপর স্থানীয়দের খবরে ভিত্তিতে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও গোয়ালন্দঘাট থানা পুলিশ আসলে সালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করে বৃদ্ধের লাশ দাফনের সিদ্ধান্ত নেন তার পরিবারের সদস্যরা। এরপর পর পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় লাশ। সেই লাশ রাজবাড়ী মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সন্ধ্যার দিকে পরিবারের কাছে বুঝিয়ে দেয় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এ ব্যাপারে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নং সদস্য আবদুস সালাম বলেন, এই বিষয়টি খুব দুঃখজনক ছিলো। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের ভুল বুঝতে পারে। এবং তারপর তার ৫ ছেলে সন্তান ও পরিবারের অন্য সদস্যরা একত্রিত হয়ে হৃদয়বিদারক দৃশ্যে ওই বৃদ্ধের লাশটি দাফন করে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম বলেন, এমন মর্মান্তিক দৃশ্য আমি আগে কখনো দেখিনি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেই। এরপর আমি এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে সালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করে দেই ও লাশ দাফনের ব্যবস্থা করি। এরপর ময়নাতদন্ত শেষে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ২৮ ঘণ্টা পর লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে বৃদ্ধর ছেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন