প্রকাশিত : মঙ্গলবার,২৯ সেপ্টেম্বর ২০২০ইং ।। ১৪ই আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১১ই সফর, ১৪৪২ হিজরী বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :
গোলাপ বসরাই
[মরহুম মাহবুবে আলম স্মরণে]
সহস্র অযুত ফুল আছে পৃথিবীতে
রঙ আছে যার, ঘ্রাণ শূন্য ।
রাতে ফোটে যে ফুল তার রঙ নাই
সৌরভেই ধরণী পরিপূর্ণ ।
কৃষ্ণ নারী রঙিন পোশাকে সাজে
তারও পতি জোটে সমাজে।
গৌরী বরণ যার স্বামী জোটে তার
রূপচ্ছটার মুগ্ধ আমেজে।
গোলাপ ফুল আছে শত রঙে রঙে
সব নয় বসরাইর সাথে মিল।
পাখি আছে অগনন রঙে ও জাতে
সব পাখি নয় গায়ক কুকিল।
কিছু মানুষ কাপায় রাজনীতির মাঠ
নেতা হয় মহান,কিংবা দুর্বৃত্ত।
কতেক নিভৃতচারী জ্ঞানেরই সাগর
লালসাকে করেন পরাভূত।
স্বাধীনতা বিরোধীদেরকে ঝুলিয়েছো
নির্ভিক আপোষহীন বীর।
বিচার পেয়েছেন পিতা, চার চিরঞ্জিব
জাতির আজ উন্নত শীর।
প্রিয়জন তোমার রূপ ছিলো অমিত
জ্যোতিতে ছিলো রোশনাই।
চলে গেলে মানবক মাহবুবে আলম
সুরভিত গোলাপ বসরাই।
ঢাকা।
২৭ সেপ্টেম্বর ২০২০ইং
মোঃ দেলোয়ার হোসেন
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com