গান্ধীজি বেশি পছন্দ করতেন জিন্নাকে, এম জে আকবরের বইয়ে রয়েছে তার উল্লেখ
প্রকাশিত:শুক্রবার,২২ জানুয়ারি ২০২১ইং।। ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।৬ই জমাদিউ্স-সানি,১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের একটি বই প্রকাশ পেয়েছছিল। বইটির নাম গান্ধী হিন্দুইজম: স্ট্রাগল এগেইস্ট জিন্নাহ ইসলাম। আর এই বইতে বিজেপি নেতা এম জে আকবর দাবি করেছেন গান্ধীজির অনেক কাছের মানুষ ছিলেন জিন্নাহ।
মহত্মা গান্ধী (Mahatma Gandhi) দেশ স্বাধীন হওয়ার প্রথম দিন মানে ১৫ই আগস্ট ১৯৪৭ এ পাকিস্তানে (Pakistan) কাটাতে চেয়াছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির নেতা এমজে আকবর (M J Akbar) তাঁর নতুন বইতে এই দাবি করেন। এমজে আকবর ভারত আর পাকিস্তানের ভাগ নিয়ে নিজের নতুন বই ‘গান্ধী হিন্দুইজমঃ দ্য স্ট্রাগল এগেনস্ট জিন্নাহ ইসলাম” এ এই কথা বলছেন। উনি বলেছেন, ‘মহত্মা গান্ধী দেশ ভাগের পক্ষে ছিলেন না। উনি এটাকে ক্ষণিকের পাগলামি বলে আখ্যা দিয়েছেন।”
ওই বইতে বিচারধারা আর সেই সমত ব্যাক্তিদের সমীক্ষা করা হয়েছে, যারা দেশ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অনেক ভুলের কারণে ১৯৪০ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতের বিস্ফোটক রাজনীতি হয়েছিল। ওই বই অনুযায়ী, মহত্মা গান্ধী একজন প্রকৃত হিন্দু ছিলেন, আর উনি এই দেশে সমস্ত ধর্মের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন। আরেকদিকে, জিন্নাহ রাজনৈতিক মুসলিম ব্যাক্তি ছিল। সে ইসলামের নামে একটি উপমহাদ্বিপ বানানোর জন্য প্রতিবদ্ধ ছিল। আর তাঁর এই উৎসাহ ব্রিটেনের সাথে হওয়া চুক্তির পর এসেছিল। ১৯৪০ সালে হওয়া চুক্তিকে ‘আগস্ট অ্যাফেয়ার” নামে জানা যায়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor