প্রকাশিত: রবিবার,১৫ নভেম্বর ২০২০ইং ।। ৩০শে কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২৮শে রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : গতকাল ১৩ নভেম্বর গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের পরিত্যাক্ত বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ঘরটির একাংশ পুড়ে গেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
ফরিদা ইয়াসমিনের ভাই হুমায়ুন কবির বলেন, জমি-জমা নিয়ে একটি পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে জানান।
প্রতিবেশী আসমা বেগম জানান, গতকাল আনুমানিক রাত ৯টার দিকে শব্দ পেয়ে জানালা খুলে দেখি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনের পরিত্যাক্ত বসতঘরের আগুন জ্বলছে। আগুন আগুন চিৎকারে আশপাশের লোকজন আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিভান।
এবিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার আনোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনার স্থলে ছুটে আসি। আমরা আসার আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor