প্রকাশিত : শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল ), ২৩ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : আহতরা হলেন স্বামী মোহাম্মদ আলী(৫৫) ও তার স্ত্রী খোরশেদা বেগম (৪৫)।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত খোরশেদা বেগম ওইদিন দুপুরে উল্লিখিত গ্রামের স্বপন মিয়াসহ ৬ জনের নাম অন্তভূক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর সাথে প্রতিপক্ষ।স্বপন মিয়া গংদের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বপন মিয়ার নেতৃত্বে তার ভাই হালিমসহ ৫-৬ জনের একটি দল বাড়িতে ঢুকে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এতে বাঁধা দিলে খোরশেদা বেগম কে এলোপাথারী পিটিয়ে আহত করে। খবর পেয়ে স্বামী মোহাম্মদ আলী প্রতিবাদ করলে তাঁকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।।আহত মোহাম্মদ আলী জানান,বাড়ি ফাঁকা পেয়ে হামলাকারীরা বাড়ি ঘর ভাংচুর করে। প্রতিবাদ করায় ওরা আমাকে আর আমার স্ত্রী কে মারধর করছে। বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত সুমন মিয়ার ব্যহৃত ফোনে একাধিক ফোন দিয়ে তার বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor