খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

0
58
খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

প্রকাশিত :মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ ইং ।। ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :

নজরুল গীতি

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।

শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।

তারকা রবি শশী খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়ের কাছেরাশি রাশি।

নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন