কুকুটিয়া কে কে ইনস্টিটিউশনে আমিনুল হক মৃধা দরিদ্র তহবিলে অনুদান

0
24
কুকুটিয়া কে কে ইনস্টিটিউশনে আমিনুল হক মৃধা দরিদ্র তহবিলে অনুদান

প্রকাশিত:  শনিবার,৭ সেপ্টেম্বর ২০১৯,২৩শে ভাদ্র,১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর:  শ্রীনগর প্রতিনিধি:  মুন্সীগঞ্জের শ্রীনগরে কুকুটিয়া কে কে ইনস্টিটিউশন নামক শিক্ষাপ্রতিষ্ঠানে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আমিনুল হক মৃধার নামে গঠিত ’আমিনুল হক মৃধা দরিদ্র তহবিল’এ তার পৌত্র ইঞ্জিনিয়ার মো. জাওয়াদ আমীন নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

শনিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বর্তমান পরিচালনা পরিষদের এক সভায় ম্যানেজিং কমিটির চলমান সভাপতি শ্রীনগর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার কাছে তহবিলের অনুদান দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা, অভিভাবক সদস্য মো. রফিকুল ইসলাম,বাবুল শেখ,মো. নিজাম ঢালী,মো. সামসুল আলম,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লাকী আক্তার,শিক্ষক প্রতিনিধি আব্দুল হালিম খান,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শিল্পী আক্তার,প্রবীন শিক্ষক মো. মজিবর রহমান মোল্লা,দাদা সদস্য রেজাউল করিম রেজা,প্রধান শিক্ষক বিমলানন্দ বসু প্রমুখ।

উল্লেখ্য,মরহুম আমিনুল হক মৃধার কনিষ্ঠ পুত্র ঢাকা ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা গত ২০০৮ সালে কুকুটিয়া কে কে ইনস্টিটিউশনে ১ লাখ টাকা অনুদান প্রদানের মাধ্যমে উক্ত দরিদ্র তহবিলে জমাকৃত অর্থের লভ্যাংশ প্রতি বছর বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এরই ধারবাহিকতায় শনিবার বিদ্যালয়ের উক্ত তহবিলে অনুদান ও বিদ্যালয়ের লাইব্রেরীতে ১৫ হাজার টাকার বিভিন্ন বই সামগ্রী উপহার দেন উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন