প্রকাশিত:বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ইং।।২৫শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল।। ২৫শাবান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনার দু’দিন পর মঙ্গলবার মধ্যরাতে মামলা করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বন্দর থানায় এ মামলা করেন। মামলায় ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজের নাম না দিয়ে অজ্ঞাত রাখা হয়। ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও ঘাতক জাহাজটিকে চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি। তবে জাহাজটি এসকেএল-৩ বলে জানা গেছে।
মামলার বাদী বাবু লাল বৈদ্য বলেন, পেনাল কোড ২৮০, ৩০৪, ৩৩৭, ৩৩৮, ৪২৭, ৪৩৭ ধারাসহ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬-এর ৭০ ধারায় মামলা করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে ও বেপরোয়া গতিতে নৌযান চালিয়ে ৩৪ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বিআইডব্লিউটিএর কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা সংঘটিত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
গত রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জের উদ্দেশে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় এমএল সাবিত আল হাসান নামে যাত্রীবাহী লঞ্চটি। এর ১৫ মিনিট পরই একটি কার্গো জাহাজের ধাক্কায় সেটি ডুবে যায়। ওই ঘটনায় মোট ৩৪ জন নিহত হন। যাদের মধ্যে সাত শিশু, ১৩ পুরুষ ও ১৪ জন নারী। লঞ্চটির ধারণক্ষমতা ৬৮ জন হলেও সেদিন তারও কম যাত্রী নিয়ে রওনা হয়েছিল
বলে সাংবাদিকদের জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মনিরুজ্জামান রাজা।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।