প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল ২০২০ ইং ।। ২৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ সংবাদদাতা : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুন্সীগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে ডিসি জানান, করোনার সংক্রমণ রোধে জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক-মহাসড়ক, নৌপথে অন্যকোনও জেলা থেকে কেউ জেলায় প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।
তিনি আরোও বলেন, ‘গত ৯ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণ ও যানবাহন চলাচলে কঠোর নিষোধাজ্ঞা জারি করেছি। ওই নিষেধাজ্ঞা ও প্রচলিত লকডাউন শব্দের অর্থ একই। পরবর্তী ঘোষণা ছাড়া জেলা থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবে না। সড়ক ও নৌপথও বন্ধ থাকবে। জেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যাংক, প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দোকানসহ জরুরি প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের যান চলাচল যথারীতি চলবে। এছাড়া উপজেলা, আন্তঃ ইউনিয়ন যোগাযোগ আগেই বন্ধ করা হয়েছে । সেটি বলবৎ আছে।’
তিনি আরও বলেন, ‘জেলায় নতুন ১০জন রোগী শনাক্ত হয়েছে। তাই বিষয়টি আমরা কঠোরভাবে মনিটর করব।’
প্রসঙ্গত, শনিবার প্রথমবারের মত মুন্সীগঞ্জের উপজেলায় স্বাস্থ্যবিভাগের পাঁচ কর্মকর্তা ও দুই নারীসহ ১০জন করোনা রোগী শনাক্ত হয়েছে।