করোনা উপসর্গে মারা গেলেন কারাতে কোচ হুমায়ুন কবির জুয়েল

0
222
করোনা উপসর্গে মারা গেলেন কারাতে কোচ হুমায়ুন কবির জুয়েল

প্রকাশিত : মঙ্গলবার,২৬মে ২০২০ ইং ।। ১২ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঈদের দিন প্রচন্ড শ্বাসকস্ট নিয়েই হাসপাতালে ভর্তি হবার একদিন পর করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা গেলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, সাবেক ন্যাশনাল চ্যাম্পিয়ন, জাতীয় কারাতে দলের সাবেক এবং বর্তমানে বাংলাদেশ আনসার কারাতে দলের কোচ মো. হুমায়ুন কবির জুয়েল। তিনি আজ (মঙ্গলবার) সকাল সাড়ে আটটায় গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সাউথ এশিয়ান কারাতে রেফারি কমিশনের কো- চেয়ারম্যান ও ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান আমেরিকায় বসবাস করেন। রাজাবাজারের পৈত্রিক বাসায় হুমায়ুন কবির জুয়েল থাকতেন।

তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান ও সাধারণ সম্পাদক জনাব ক্য শৈ হ্লা (চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদ) গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন