করোনায় টঙ্গীবাড়ীর একজনের মৃত্যূ

0
8
করোনায় টঙ্গীবাড়ীর একজনের মৃত্যূ

প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২০ ইং ।। ২০ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।।

বিক্রমপুর খবর :টঙ্গীবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে বুধবার সকালে করোনা আক্রান্ত হয়ে টঙ্গীবাড়ীর একজনের মৃত্যু হয়েছে।

নিহত মাসুদ হোসেন (৫৫) টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৯ মে তার করোনা শনাক্ত হয়। তার অবস্থার অবনতি ঘটলে ৩১ মে মুন্সীগঞ্জ শহরের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু তিনি করোনার কাছে হেরে গিয়ে বুধবার সকাল ১০টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, নিহতের লাশ সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে। ডব্লিউএইচও’র নির্দেশনা মোতাবেক লাশের দাফন করা হবে। মুন্সীগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের কর্তব্যরত লাশ দাফন কাপনে ব্যক্তিরাই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করবেন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম জানান, করোনা আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টারে মারা যাওয়া ব্যাক্তিকে ডব্লিউএইচও’র নির্দেশনা মোতাবেক দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন