প্রকাশিত :রবিবার, ১৪ জুন ২০২০ ইং ।। ৩১ জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন। করোনাভাইরাস শনাক্তের তৃতীয় টেস্টর ফলাফল ‘নেগেটিভ’ এসেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি অ্যান্টিজেন কিট দিয়ে তার পরীক্ষা করা হলে এই ফলাফল আসে।
শনিবার (১৩ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, “আল্লাহর রহমতে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড-১৯ পজিটিভ। তিনি আজ সারাদিন কোনও প্রকার বাড়তি অক্সিজেন ছাড়া সেচুরেশান ৯৫ শতাংশ রাখতে পেরেছেন।”
এর আগে গত ০৯ জুন গণস্বাস্থ্য কিট দিয়ে জাফরুল্লাহ করোনাভাইরাস পরীক্ষা করা হলে তার ফলাফল ‘পজিটিভ’ আসে। শনিবার আবার পরীক্ষা হলে ফলাফল ‘নেগেটিভ’ আসে।
উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..